জীবন থেকে যায় যদি চলে
হারিয়ে কেউ চিরতরে,
কী লাভ তাহা বেশি ভেবে ভেবে
বার বার আফসোস করে।
একেবারে তোমায় ভুলেছে কী সে
না কি রেখেছে মনে,
বারে বারে ভেবে নিজেকে অযথা
জড়ায় হতাশা গোপনে।
নিজেকে কষ্ট না দিয়ে কেবলি
মনকে বোঝানো শ্রেয়,
যায় যাহা যাক বিধির বিধান
গুছে যাবে ধীরে বিধেয়।
সবাই তো আপন হতে পারে না
জীবনে থাকে না সবে,
সবাই তো সমান ভাবতে পারে না
এ চরম সত্য ভবে।
ইচ্ছায় বা অনিচ্ছায় যাহা
হারিয়ে যায় চিরতরে,
চাই বা না চাই জীবনে তাহা
কখনো আসেনা ফিরে।
ছেড়ে দাও তাকে দাও যেতে দাও
যাক যেথা যতদূর,
কেন দরকার মিছে খাঁচায় বাঁধার
বেসুরা গাঁথা অকারণ সুর।