বেসিক এবং সিএস একাডেমির জয়

মেয়র কাপ অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৯ মে, ২০২৫ at ৮:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের ব্যবস্থাপনায় ইকুইটি মেয়র কাপ অনূর্ধ্ব১৪ ক্রিকেট টুর্নামেন্টে গতকাল রোববার অনুষ্ঠিত খেলায় বেসিক ক্রিকেট একাডেমি এবং সিএস ক্রিকেট একাডেমি জয়লাভ করেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বাকলিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় বেসিক একাডেমি ৭ উইকেটে কোয়ালিটি ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। বৃষ্টির কারণে এ খেলা ৫ ওভারে অনুষ্ঠিত হয়। এতে কোয়ালিটি একাডেমি আগে ব্যাট করে ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪ রান তোলে। জবাবে বেসিক ক্রিকেট একাডেমি ৪.২ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ২৫ রান তুলে নেয়। এতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বেসিক ক্রিকেট একাডেমির ইসরাক মাহমুদ নিহাদ। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক খেলোয়াড় ও কোচ মাসুম উদ দৌলাহ। দিনের দ্বিতীয় খেলায় সিএস ক্রিকেট একাডেমি ২ উইকেটে বন্দর ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে বন্দর ক্রিকেট একাডেমি ৪ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। জবাবে সিএস ক্রিকেট একাডেমি ১৯.২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান তুলে নেয়। এতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সিএস ক্রিকেট একাডেমির জুনায়েদ। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের খেলোয়াড় মনসুরুল হক প্রিন্স।

পূর্ববর্তী নিবন্ধউদীয়মান ক্রিকেট একাডেমির অনুশীলন জার্সি উন্মোচন
পরবর্তী নিবন্ধইংল্যান্ডের মাটিতে সাব্বিরের ৯৬ বলে অপরাজিত ১৫২