বেসিক এবং আফতাব একাডেমি জয়ী

মেয়র অনূর্ধ্ব-১৮ একাডেমি কাপ ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৮ মে, ২০২৫ at ৮:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আর্থিক পৃষ্টপোষকতায় আয়োজিত মেয়র অনূর্ধ্ব১৮ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টের গতকালের ম্যাচে জয় পেয়েছে বেসিক ক্রিকেট একাডেমি এবং আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি। গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত দিনের প্রথম ম্যাচে বেসিক ক্রিকেট একাডেমি ৬ উইকেটে চট্টগ্রাম ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। দিনের অপর ম্যাচে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি ৪ উইকেটে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। মাঠ খেলা অনুপযুক্ত থাকায় দিনের প্রথম ম্যাচেটি ১৩ ওভারে পূননির্ধারিত হয়। আর সে ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা চট্টগ্রাম ক্রিকেট একাডেমি ১০.৪ ওভারে ৫৯ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে ওপেনার আল আমিন হোসাইন ২৩ বলে ৩১ রান করে। দলের বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। বেসিক ক্রিকেট একাডেমির পক্ষে জিহাদ ১০ রানে ৪টি উইকেট লাভ করে। এছাড়া ৩টি উইকেট নিয়েছে মেহেরাব। জবাবে ব্যাট করতে নামা বেসিক ক্রিকেট একাডেমি ১০.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে ১৪ বলে ২১ রান করে মেহেরাব খান। আদিল করে ১১ বলে ১৫ রান। চট্টগ্রাম ক্রিকেট একাডেমির পক্ষে একটি করে উইকেট নিয়েছে অনিক, মিফতাহুল এবং ওমর ফারুক। দিনের অপর ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেঙ ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ৮১ রান সংগ্রহ করে। দলের পক্ষে আদি ১৪, মোবারক ১২ এবং তানজিল করে ১৪ রান। আফতাব আহমেদ ক্রিকেট একাডেমির পক্ষে ২টি করে উইকেট নিয়েছে ফারহান এবং রফিক। জবাবে ব্যাট করতে নামা আফতাব আহমেদ একাডেমি ১৭.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে ফাহান ১৪, সায়েম ১৩, মাহাদি ১১, রিদওয়ান ১৫ এবং সামি করে ১২ রান। বন্দর স্পোর্টস কমপ্লেঙ ক্রিকেট একাডেমির পক্ষে ২টি উইকেট নিয়েছে মেহেদী হাসান।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টিতে ৩০০ ম্যাচের মাইলফলকে হার্দিক পান্ডিয়া
পরবর্তী নিবন্ধনারী টি-টোয়েন্টি জাতীয় ক্রিকেটের ফাইনালে চট্টগ্রাম বিভাগ