চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল–ক্লিনিকে অনিবন্ধিত ও ভুয়া নার্স নির্মূলে স্বাস্থ্য অধিদপ্তরের দিক নির্দেশনা চেয়ে গতকাল ১৯ আগস্ট (সিএসসি/শা–৪/২০২৪/২৮৭৪ স্মারকমূলে) মহাপরিচালক বরাবরে চিঠি দিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন। এছাড়া পৃথক চিঠিতে তিনি দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত করতে জেলা ম্যাজিস্ট্রেটকেও অনুরোধ জানান।
এদিকে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল–ক্লিনিকে অনিবন্ধিত ও ভুয়া নার্স নির্মূলের দাবিতে নার্সিং কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদন ও স্মারকলিপির প্রেক্ষিতে গতকাল ১৯ আগস্ট সকাল ১০টায় নগরীর ও.আর.নিজাম রোডস্থ বেসরকারি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। তিনি জানান, ওই হাসপাতালে পরিদর্শনকালে কর্মরত নার্সদের তথ্যাবলী পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় কিছু কিছু নার্স নিবন্ধিত প্রতিষ্ঠান থেকে পাস করেছে আর কিছু কিছু নার্সের রেজিস্ট্রেশনই নেই। অন্যান্য বেসরকারি হাসপাতাল–ক্লিনিকে ভুয়া নার্স থাকতে পারে বলে ধারণা করেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন। গত ১৮ আগস্ট সকালে নার্সিং কলেজের শিক্ষার্থীরা এ ব্যাপারে সিভিল সার্জন বরাবরে স্মারকলিপি দেন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, বর্তমান পরিস্থিতিতে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের দাবি বাস্তবায়নে স্বাস্থ্য অধিদপ্তরের দিক নির্দেশনা চেয়ে মহাপরিচালক বরাবরে চিঠি প্রেরণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।