বেসরকারি স্বাস্থ্য সেক্টরের শ্রমিক কর্মচারীদের জন্য মজুরি বোর্ড গঠন করে নিম্নতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, রেশনিং প্রথা চালু এবং সকল বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠানে শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়নের প্রধান উপদেষ্টা তপন দত্ত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়নের উপদেষ্টা মোহাম্মদ ইফতেখার কামাল খান, ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, কার্যকরী সভাপতি সুলাল শীল, বিপ্লব চক্রবর্তী, রাজিব দে, মাহফুজুর রহমান মারুফ, আদুরী কনা, আবদুর নুর, রাণী আক্তার, মোকাদ্দেছা খানম প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে সংহতি জানিয়ে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ হানিফ, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ মহিন উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধ তপন দত্তের নেতৃত্বে ইউনিয়নের জেলা নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর বরাবরে স্মারক লিপির কপি জেলা প্রশাসকের কার্যালয়ে হস্তান্তর করেন। প্রেস বিজ্ঞপ্তি।