বেসরকারি শিক্ষকদের বদলির নীতিমালা অবিলম্বে কার্যকরের আহ্বান

বাকশিস চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির বর্ধিত সভা

| মঙ্গলবার , ২৮ মে, ২০২৪ at ৭:৪৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতিবাকশিস, চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির বর্ধিত সভায় বক্তারা বলেছেন, শিক্ষকরা মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এবং শিক্ষার কাঙ্ক্ষিত রূপান্তর ফলপ্রসূ করতে ভূমিকা পালন করছে। শিক্ষকরা রাষ্ট্রের অনস্বীকার্য অংশ, তারাই জাতীয় উন্নয়ন, অগ্রগতি ও শিক্ষার গুণগত রূপান্তরে দায়িত্ব পালন করছে। শিক্ষার উন্নয়ন এবং উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার জন্য শিক্ষা ক্ষেত্রে জাতীয় বাজেটে শিক্ষায় বরাদ্ধ বাড়ানো সময়ের দাবি। গত ২৫ মে এনায়েত বাজার মহিলা কলেজ মিলনায়তনে বাকশিস চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খানের সভাপতিত্বে বর্ধিত সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবু তাহের চৌধুরী বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। সভায় বক্তারা বেসরকারি শিক্ষকদের সমপর্যায়ের প্রতিষ্ঠান ও সমস্তরের পদে বদলি চালু করার নীতিমালা অবিলম্বে কার্যকর করার আহ্বান জানান। সভায় বক্তব্য দেন, অধ্যক্ষ সমীর কান্তি দাশ, অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, অধ্যক্ষ মুছা সিকদার, অধ্যক্ষ আবুল খায়ের, অধ্যাপক আবু জাফর সিদ্দিকী, অধ্যক্ষ জসিম উদ্দিন, অধ্যক্ষ শিব শংকর শীল, অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, অধ্যক্ষ আবদুল মালেক, অধ্যক্ষ নুরুল আলম, অধ্যক্ষ এস এম মিসবাহ উর রহমান, অধ্যক্ষ তৌহিদুল আলম, অধ্যক্ষ মো. ফারুক, অধ্যক্ষ মুহাম্মদ আবু তৈয়ব, উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমদ, উপাধ্যক্ষ মো. মহিউদ্দিন, অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, অধ্যাপক আবু তাহের, অধ্যাপক সুনীল কুমার শীল, অধ্যাপক হোসেন শহীদ অহিদুল আলম, অধ্যাপক ইন্দিরা চৌধুরী, অধ্যাপক খাজা বাহাউদ্দীন, অধ্যাপক এমরান চৌধুরী বাহাদুর, অধ্যাপক জেসমিন আখতার শিমুল, অধ্যাপক ববি বড়ুয়া, অধ্যাপক বিকিরণ বড়ুয়া, অধ্যাপক সঞ্জীব সেনগুপ্ত, অধ্যাপক সালমা আহসান, অধ্যাপক ছৈয়দুল ইসলাম, অধ্যাপক একরামুল হক, অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী, অধ্যাপক আলমগীর হোসেন, অধ্যাপক ফোরকান উদ্দিন লাহেরী, অধ্যাপক এইচ এম আবু ওবাইদা, অধ্যাপক শিমূল মুহুরী, অধ্যাপক জহুরুল হক, অধ্যাপক কামাল উদ্দিন প্রমুখ। সভায় জানানো হয়, আগামী ৮ জুন শনিবার সকাল ১০ টায় স্মরণিকা কনভেনশন হলে বাকশিস চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। সম্মেলন উদ্বোধন করবেন বাকশিসএর কেন্দ্রীয় সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি। প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফয়েজ হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওমরগণি এম ই এস কলেজে স্নাতক (সম্মান) কোর্সের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধকাস্টমস ব্যবস্থাপনায় শতভাগ অটোমেশন এখন সময়ের দাবি