বেসরকারি ফলাফলে নির্বাচিত সাকিব, মাশরাফি ও পাপন

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৮ জানুয়ারি, ২০২৪ at ১০:০৯ পূর্বাহ্ণ

মাঠের ক্রিকেটে জবাব নেই সাকিব আল হাসানের। বাংলাদেশের পক্ষে বিশ্ব ক্রিকেটে বেশ সফল এক নাম। লম্বা ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে এবার তিনি যুক্ত হয়েছেন রাজনীতির সঙ্গে। রাজনীতির মাঠে নিজের প্রথম লড়াইতেও সফলতা পেয়েছেন টাইগার ক্রিকেটের অধিনায়ক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সাকিব আল হাসান মাগুরা১ আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী বড় ব্যবধানে জয় পেয়েছেন। সবশেষ প্রাপ্ত সংবাদ অনুযায়ী, মাগুরা১ আসনে নৌকা প্রতীকে সাকিব পেয়েছেন ৭৮ হাজার ৮৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব মার্কার অ্যাডভোকেট কাজী রেজাউল পেয়েছেন ২ হাজার ৮৫৫ ভোট। এর আগে মাগুরা১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। মাগুরাকে তিনি অনেকদূর এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এদিন সকাল ৮টায় ভোটকেন্দ্রে উপস্থিত হন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এ সময় তার সঙ্গে ছিলেন বাবা মাশরুর রেজা ও বোন বৃষ্টিসহ পরিবারের অন্যান্য সদস্যরাও। ভোট প্রদান শেষে গণমাধ্যমের সামনে সাকিব বলেন, ‘ভোটাররা তাদের প্রতিনিধি চয়েজ করবে আগামী ৫ বছরের জন্য। আমি সর্বোচ্চ পরিশ্রম করেছি, এখন মানুষের ওপর বাকিটা নির্ভর করছে। তবে জয়ের ব্যাপারে অবশ্যই আশাবাদী। আমি চেষ্টা করব বেশিরভাগ নির্বাচনী সেন্টারে যেতে।’ বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘আমি মনে করি, ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। নির্বাচনে জয়লাভ করে আগামী ৫ বছর মাগুরা১ আসনের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। মাগুরার উন্নয়নে আমার ভূমিকা থাকবে অগ্রগণ্য। আপনারা আমাকে সহযোগিতা করলে আমি অনেকদূর এগোতে পারব।’ উল্লেখ্য, সাকিবের আসনে এবারের নির্বাচনে প্রতিন্দ্বন্দ্বি ছিলেন চারজন। তারা হলেনু বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কেএম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন নড়াইল২ আসন থেকে। ২০১৮ সালে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে এসেই সফলতা পেয়েছিলেন মাশরাফি। নিকটতম প্রতিদ্বন্দ্বি ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমানের চেয়ে ১ লাখ ১০ হাজার ভোটে এগিয়ে ছিলেন মাশরাফি। এদিকে টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচনে জয়ের পর ফেসবুকে নড়াইলবাসীকে ধন্যবাদ জানাতে ভোলেননি মাশরাফি। নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘ধন্যবাদ নড়াইলবাসী।’ সাথে বিজয়সূচক ইমোজিও দিয়েছেন সাবেক টাইগার কাপ্তান। কিশোরগঞ্জ৬ আসন থেকে বেসরকারীভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নাজমুল হাসান পাপন। তিনি এই আসনে নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ১৫৫ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি ইসলামী ফ্রন্টের রুবেল হোসেন মোমবাতি প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২০৫ ভোট।

পূর্ববর্তী নিবন্ধজীবনের প্রথম ভোট দিলেন নারী দলের অধিনায়ক জ্যোতি
পরবর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকা পৌঁছেছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল