বেশি দামে ডিম বিক্রি পাহাড়তলীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ অক্টোবর, ২০২৪ at ৬:১০ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলী পাইকারী ডিমের আড়তে বেশি দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মো. ফয়েজ উল্যাহ। অভিযানে অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেবনাথ ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

ফয়েজ উল্যাহ জানান, পাহাড়তলী বাজারে ‘রহমানিয়া দরবার শরীফ ডিমের আড়ত’ নামক একটি প্রতিষ্ঠানে বেশি মূল্যে ডিম বিক্রি করছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় আবুল খায়ের স্টোর ও নাসির ট্রেডার্সের মালিককে ৪ হাজার টাকা করে জারিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালে তিন দালাল আটক
পরবর্তী নিবন্ধএসঅ্যান্ডডি মজুমদার ফাউন্ডেশন ট্রাস্টের বস্ত্র বিতরণ