বেলুন ধরতে গিয়ে বৈদ্যুতিক তারে ঝলসে নারীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ জানুয়ারি, ২০২৪ at ৯:০৯ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নারিকেল তলা এলাকায় হাই ভোল্টের বৈদ্যুতিক তারে ঝলসে সুরফা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। সুরফা বেগম নেত্রকোনা জেলার মদন উপজেলার রতনপুর এলাকার মাসুদ মিয়ার স্ত্রী। পুলিশ জানায়, সুরফা বেগম পরিবার নিয়ে নারিকেল তলা এলাকার হক সাহেবের গলির মুখে আবদুর রহমানের বিল্ডিংয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

৩য় তলার বিল্ডিংয়ের ছাদে সকালে বৈদ্যুতিক তারের সাথে বেলুন উড়তে দেখে কৌতুহলবশত সেটি নিতে গিয়ে তারের সঙ্গে তার হাতে স্পর্শ ঘটে। এতে সাথে সাথেই ঝলসে গিয়ে মৃত্যু হয় সুরফার। ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হোছাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরফা বেগম নামে এক নারী বৈদ্যুতিক তারে লেগে মৃত্যু হয়েছে। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখানখানবাদে সুজায়েত আলী সড়কের উন্নয়ন কাজ শুরু
পরবর্তী নিবন্ধপ্রতিবেশীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু