পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিদ্রোহীরা দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, এতে চার সৈন্য নিহত হলেও নিজেদের ১৫ জনকে হারিয়েছে তারা। গতকাল বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশীদ আহমদ এক ভিডিও বিবৃতিতে একথা জানিয়েছেন। বেইজিং অলিম্পিক গেইমসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী ইমরান খান চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার কয়েকটি ঘণ্টা আগে হামলা দুটি হয় বলে জানিয়েছে। খবর বিডিনিউজের।
বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও অন্যান্য নেতাদের সঙ্গে ইমরানের বৈঠক করার কথা রয়েছে। আমাদের সশস্ত্র বাহিনী বড় হামলা দুটি প্রতিহত করেছে, নিজের বিবৃতিতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাশীদ। চার সৈন্য ও ১৫ বিদ্রোহী নিহত হয়েছে। চার থেকে পাঁচ জন বিদ্রোহীকে ঘেরাও করে রাখা হয়েছে এবং সেনাবাহিনী তাদের মোকাবেলা করবে, বলেছেন তিনি। বালুচ লিবারেশন আর্মি রয়টার্সের প্রতিনিধির কাছে বিবৃতি পাঠিয়ে হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে, তাদের আত্মঘাতী বোমারুরা ঘাঁটি দুটির প্রবেশপথে বিস্ফোরক ভর্তি গাড়ির বিস্ফোরণ ঘটিয়ে ৫০ জনেরও বেশি সৈন্যকে হত্যা করেছে। গত সপ্তাহে এই বিদ্রোহীরা আরব সাগরের গোয়াদর বন্দরের কাছে সেনাবাহিনীর একটি চেকপোস্টে হামলা চালিয়ে ১০ সৈন্যকে হত্যা করেছিল। সেটি বেলুচিস্তানে বহু বছর ধরে চলা বিদ্রোহের মধ্যে সেনাবাহিনীর সবচেয়ে বেশি সৈন্য নিহত হওয়ার ঘটনা ছিল।