সীতাকুণ্ড পৌরসভার হাসান গোমস্তা পাড়া ফুটবল একাদশ আয়োজিত সীতাকুণ্ড গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বুধবার বিকালে সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত ফাইনাল খেলা নির্ধারিত সময়ে ড্র হওয়ায় টাইব্রেকারে সালমা স্টিল নোয়াখালী একাদশকে ৫-৪ গোলে পরাজিত করে বেলাল স্মৃতি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মাসব্যাপী এ টুর্নামেন্টে মোট ৩২ দল অংশ নেয়। খেলায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন রেহান, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, পৌর কাউন্সিল দিদারুল আলম এ্যাপোলো, সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের নির্বাহী পরিচালক লায়ন মোঃ গিয়াস উদ্দিন, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সহ-সভাপতি হাজ্বী মোঃ ইউছুফ শাহ, বীর মুক্তিযোদ্ধা কাসেম ওয়াহিদী, সামী আল মুজতবাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।