বেলারুশে চলে যাবেন প্রিগোজিন তুলে নেওয়া হবে মামলা

| সোমবার , ২৬ জুন, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ বাদ দিয়ে ওয়াগনারের সেনাদের ফিল্ড ক্যাম্পে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া ইয়েভগেনি প্রিগোজিন রাশিয়া ছেড়ে বেলারুশে চলে যাবেন, বিনিময়ে তার বিরুদ্ধে করা ফৌজদারি মামলা তুলে নেওয়া হবে। ঘটনাবহুল দিন শেষে শনিবার সন্ধ্যায় ওয়াগনারের সঙ্গে হওয়া সমঝোতার বিস্তারিত তুলে ধরতে গিয়ে ক্রেমলিন একথা জানায়। শুক্রবার রাতে ওয়াগনার রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দেয়, পরে তারা রস্তোভঅনদনে রাশিয়ার সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলীয় জেলার সদরদপ্তর দখলে নেয় এবং মস্কোর দিকে অগ্রসর হতে থাকে। খবর বিডিনিউজের।

রাজধানী থেকে ২০০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর মধ্যস্থতায় তারা বিদ্রোহে ক্ষান্ত দেয় এবং ক্যাম্পে ফিরে যায়। প্রিগোজিন বেলারুশে চলে যাবেন, তার মামলা তুলে নেওয়া হবে, শনিবার সন্ধ্যায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমনটাই বলেছেন বলে জানিয়েছে আরটি। ইউক্রেন যুদ্ধে বীরত্ব বিবেচনায় বিদ্রোহে অংশ নেওয়া ওয়াগনার সদস্যদের বিচারের আওতায়ও আনা হবে না।

ভ্লাদিমির পুতিনের সরকার যোদ্ধাদের অবদানকে যথেষ্ট শ্রদ্ধার চোখে দেখে, বলেছেন পেসকভ। আর ওয়াগনারের যেসব যোদ্ধা বিদ্রোহে অংশ নিতে রাজি হয়নি, এর মধ্যে বেশ কয়েকটি ইউনিটও আছে, তাদেরকে রুশ প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হবে, জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সবচেয়ে আগ্রাসী ইউনিটের স্বীকৃতি পেয়েছিল ভাড়াটে সেনাদের দল ওয়াগনার বাহিনী।

যাদের নেতৃত্বে তীব্র লড়াইয়ের পর গত মাসে রাশিয়া ইউক্রেনের বাখমুত শহরের দখল পায়। বাহিনীটির প্রধান ইয়েভগেনি প্রিগোজিন পুতিনের ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত ছিলেন। তবে ইউক্রেন যুদ্ধের মধ্যে তার সঙ্গে রুশ সেনাবাহিনীর নেতৃত্বের বিরোধ প্রায়ই বিশ্ব গণমাধ্যমের নজর কাড়ছিল। শুক্রবার হঠাৎ করেই তিনি অভিযোগ করেন, রাশিয়ার সামরিক নেতৃত্ব ক্ষেপণাস্ত্র ছুড়ে তার বাহিনীর বহু সেনাকে হত্যা করেছে, তাই তিনি তাদের নিজ নিজ পদ থেকে অপসারণ করে শাস্তি দিতে চান। অভিযোগ জানানোর কয়েক ঘণ্টা পর শনিবার ভোররাতে প্রিগোজিন জানান, তার ওয়াগনার বাহিনীর যোদ্ধারা ইউক্রেন থেকে সীমান্ত অতিক্রম করে রাশিয়ার রস্তোভ অঞ্চলে প্রবেশ করেছে এবং তারা মস্কোর সামরিক বাহিনীর বিরুদ্ধে যেতে প্রস্তুত। তার বাহিনীর ২৫ হাজার যোদ্ধা তার সঙ্গে আছে বলেও দাবি করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধটাইটান আরোহীদের মৃত্যু নিয়ে বাজি চলছিল অনলাইনে
পরবর্তী নিবন্ধশিশুদের বিকাশের জন্য প্রয়োজন খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা