বেপজিয়ার বার্ষিক সাধারণ সভা

| রবিবার , ২২ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:১২ পূর্বাহ্ণ

ইপিজেডে দেশিবিদেশি রপ্তানিকারকদের বৃহত্তম সংগঠন, বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস এসোসিয়েশন (বেপজিয়ার) ৮ম বার্ষিক সাধারণ সভা, চট্টগ্রাম ইপিজেডের ইনভেস্টরস ক্লাবে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। বেপজিয়ার নির্বাহী সচিব মোস্তফা জুয়েলের সঞ্চালনায় এবং বর্তমান সভাপতি ও সেকশন সেভেনের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত মোশাররফ খানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বিভিন্ন ইপিজেড থেকে বেপজিয়া সদস্যরা উপস্থিত হন। সমপ্রতি বাংলাদেশের জুলাইআগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন বেপজিয়ার সহসভাপতি (অর্থ) ও ফারকানটেঙের ব্যবস্থাপনা পরিচালক খাজা মাঈনুদ্দিন ফরহাদ। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন বেপজিয়ার সহসভাপতি ও প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. তানভীর। পরে দুই বছরের জন্য পরিচালনা পর্ষদ গঠন করা হয়। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হন শাহাদাত মোশাররফ খান, সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হন সৈয়দ মো. তানভীর এবং সহ সভাপতি নির্বাচিত হন উত্তরা ইপিজেডের বিদেশি বিনিয়োগকারী এভারগ্রিন প্রোডাক্টসের চেয়ারম্যান মি. চেং ইও চং ফেলিঙ এবং সহসভাপতি (অর্থ) ও ফারকানটেঙের ব্যবস্থাপনা পরিচালক খাজা মাঈনুদ্দিন ফরহাদ, চট্টগ্রাম ইপিজেড থেকে ৯ জন, ঢাকা ইপিজেড থেকে ৫ জন, কর্ণফুলী ইপিজেড থেকে ২ জন, কুমিল্লা থেকে ১ জন, আদমজী ইপিজেড থেকে ১ জন, ঈশ্বরদী ইপিজেড থেকে ১ জন, উত্তরা ইপিজেড থেকে ১ জন এবং মোংলা ইপিজেড থেকে ১ জন পরিচালক নির্বাচিত করা হয়। সদস্যরা নতুন পরিচালনা পর্ষদকে স্বাগত জানান। পরে সদস্যদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে, নতুন কমিটি তা সমাধানের চেষ্টা করবেন বলে আগত অতিথিদের আশ্বস্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় গোয়ালের দেয়াল ভেঙে গরু চুরি
পরবর্তী নিবন্ধনিঃস্বার্থ নবজীবন সংগঠনের শিক্ষাসামগ্রী বিতরণ