বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বেপজা পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। গতকাল বৃহস্পতিবার নগরীর চট্টগ্রাম ইপিজেডে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ইপিজেড এর নির্বাহী পরিচালক মো. আব্দুস সোবহান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেপজা পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মো. কাউছার আলী সরকার এবং শিক্ষক–অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সঙ্গে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৪টি হাউজে ২০০০ শিক্ষার্থী ৭৮টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে মেঘনা হাউজ ২১৫ টি পদক পেয়ে চ্যাম্পিয়ন ও কর্ণফুলী হাউজ ১৪৩ পদক পেয়ে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।