বেপজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রাম ইপিজেড প্রাথমিক শাখা ও মাধ্যমিক শাখা আন্তঃহাউজ ফুটবল টুনামেন্ট গত রোববার সমাপ্ত হয়েছে। প্রাথমিক শাখায় টিম ৫ম শ্রেণি ৩–২ গোলে ৪র্থ শ্রেণিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এবং মাধ্যমিক শাখার ফাইনালে যমুনা হাউজ ২–১ গোলে কর্ণফুলি হাউজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ শাখায় চারটি হাউজ পদ্মা, মেঘনা, যমুনা ও কর্ণফুলি হাউজ অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর অধ্যক্ষ নাজমুল হক সিকদার। বিশেষ অতিথি ছিলেন সাবেক সহকারী অধ্যাপক আব্দুল মোমেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক অনিমেষ পাল, কৃষ্ণ প্রসাদর, বিধান দত্ত, জিয়াউর রহমান, রুহুল কাদের, আবুল ফজল, মিশকাতুল কবির, সিরাজদুল্লাহ, মো. হারুন, সহকারী প্রধান শিক্ষক সিত্তুল মুনা সিদ্দিকী, টুর্নামেন্টের আহবায়ক মোহাম্মদ সানাউল্লাহ, জসিম উদ্দিন, উম্মে কুলসুম, শায়েস্তা ইয়ামিন, আব্দুল মতিন, এবিএম মুক্তাদির, মোহাম্মদ হায়দার আলী ও মো. জুবায়ের। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মো. ফরহাদ হোসেন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।