বেনজীরের বক্তব্য পেশাদারত্বকে ‘ক্ষুণ্ন’ করেছে : পুলিশ অ্যাসোসিয়েশন

| শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩০ পূর্বাহ্ণ

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ সমপ্রতি ভার্চুয়ালি যে বক্তব্য দিয়েছেন, তার ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ’ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। গতকাল শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো অ্যাসোসিয়েশনের এক বার্তায় বলা হয়, ‘গণহত্যা, দুর্নীতি, অর্থপাচারসহ একাধিক মামলায় জড়িত পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদ সমপ্রতি ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সঙ্গে ষড়যন্ত্রমূলক ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করে বলে জানা যায়। সেখানে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে দেওয়া তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে, যা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের গোচরীভূত হয়।’ খবর বিডিনিউজের।

বার্তায় বলা হয়, এই বক্তব্য বাংলাদেশ পুলিশ বাহিনী ও এর সদস্যদের পেশাদারিত্বকে চরমভাবে ক্ষুণ্ন করেছে। এ ধরনের সভায় অংশগ্রহণ এবং বক্তব্য দেওয়া দেশের বিরুদ্ধে ‘গভীর ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল’, যার দায়ভার কখনো বাহিনী বহন করে না।

বার্তায় বলা হয়, ‘জুলাইঅগাস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে পুলিশের সব সদস্য অত্যন্ত দৃঢ়তা ও দেশপ্রেমের চেতনা নিয়ে নিরলস কাজ করে আসছে। পুলিশ বাহিনীর বিতর্কিত যেসব সদস্য গণহত্যাসহ ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন, দেশের প্রচলিত আইনে তাদের বিচারের বিষয়ে বাংলাদেশ পুলিশের সব সদস্য একমত।’ ‘২০১৩ সালে হেফাজতের বিরুদ্ধে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত গণহত্যা, হাজার কোটি টাকার দুর্নীতির ঘটনায় সম্পৃক্ততা ও দুদকের একাধিক মামলায় অভিযুক্ত একজন ব্যক্তির বাংলাদেশ পুলিশ বাহিনী, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশ পুলিশ বাহিনী মর্মাহত ও ক্ষুব্ধ।’

পূর্ববর্তী নিবন্ধমাওলানা সৈয়দ আমজাদ আলীর (রহ.) ১১৬তম ফাতিহা
পরবর্তী নিবন্ধমীর নাসিরের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল