শিশিরের ঠোঁট ছুঁয়ে নেমে আসে হেমন্ত
দূরে কোথাও বেজে ওঠে হলুদ পাতাদের আর্তনাদ,
ঝরে যাওয়া পাতার বুকে লিখে যাই
বিগত নির্ঘুম রাতের উপকথা।
জোনাকির হৃদপিন্ড ছুঁলে যদি পাওয়া যেত
আগুনের হলকা কিংবা সুখ ঘুমের ওম
তবে সবুজ ঘাসের উপর এঁকে যেতাম
ফেলে আসা শ্রাবণের গান।
ধোঁয়া ওঠা চায়ের কাপে বিদায় নেয়
চোখের পাতার বিষাদ
তবু কোথাও যেন জমে থাকে টুকরো স্মৃতি,
বেজে ওঠে বেদনার ভায়োলিন।
অধিকার বোধ গুলো ছোঁয়া যায় না
মৃদু কম্পনে মাঝে মাঝে জানান দেয় অস্তিত্ব
যেন অদৃশ্য ইথারে ভেসে থাকা
একটা মূল্যহীন বিহ্বল জীবন।