চট্টগ্রামের রাঙ্গুনীয়া বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসার সরকারী করণের তিন যুগ পূর্তি ও প্রাক্তন ছাত্র–ছাত্রীদের প্রথম পুনর্মিলনী উপলক্ষে প্রস্তুতি সভা ও ঈদ পুনর্মিলনী বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্র–ছাত্রী পরিষদের আহবায়ক কমিটির আহবায়ক মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ আবদুশ শাকুরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী)।
বিশেষ অতিথি ছিলেন পরিষদের উপদেষ্টা ও বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী।
বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মুহাম্মদ আরিফুর রহমান, আলী আক্কাছ নুরী,মুহাম্মদ হাবিবুল্লাহ, অধ্যাপক মুহাম্মদ ইশতিয়াক রেজা, রেজাউল করিম, আহসান উল্লাহ, মুহাম্মদ আজিম উদ্দিন, ইব্রাহিম চৌধুরী, এহসানুল করিম, মনির উদ্দিন গালিব বাবলু, মোফাচ্ছেল চৌধুরী প্রমুখ। আয়োজকরা বলেন, আগামী বছরের ১ জুন দিনব্যাপী ১ম পুনর্মিলনী ও তিন যুগ পূর্তি অনুষ্ঠান করা হবে। আগামী ২ জুন প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের স্থায়ী অফিস ও ওয়েবসাইট এবং আজীবন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে।