রাঙ্গুনিয়াস্থ বেতাগী আনজুমানে রহমানিয়া এবং দরবারে বেতাগি আস্তানা শরিফের উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনের কর্মসূচি হিসেবে বজ্রপাত থেকে সুরক্ষায় আজ বেতাগী ইউনিয়নস্থ আল্লামা হাফেজ বজলুর রহমান (রহ.) সড়কসহ বিভিন্ন সড়কে তালগাছের বীজ রোপণ করা হবে। সকাল ৯টায় বীজ রোপণের কর্মসূচি উদ্বোধন করবেন দরবারে বেতাগী আস্তানা শরিফের সাজ্জাদানশীন বেতাগী আঞ্জুমানে রহমানিয়ার সভাপতি আল্লামা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (ম.জি.আ)। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং বজ্রপাত থেকে বাঁচতে বেশি বেশি তালগাছ রোপণের ওপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।