চট্টগ্রাম-রাঙামাটি সড়ক পথে রাউজানের সীমানা পার হলেই রাঙামাটির পার্বত্য উপজেলা কাউখালী।
কাউখালী উপজেলায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের উত্তর পাশে বিশাল এলাকা জুড়ে রয়েছে বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র। সাথে আছে পুলিশ ফাঁড়ি। সড়কের দক্ষিণ পাশ ঘেঁষে থাকা পাহাড় টিলায় শত শত সেগুন গাছের বাগান। এই বাগানের ভিতর দেখা গেল আগুনের ফুলকি। কে বা কারা ঝরে পড়া শুকনা পাতায় আগুন দিলে দ্রুত ছড়িয়ে পড়ছিল আগুন।
আজ বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা বন্ধের অভিযান দেখে ফিরে আসার সময় এই দৃশ্য চোখে পড়ে।
এখানে দেখা যায় বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রের বিপরীতে থাকা সেগুন বাগানে আগুন জ্বলছে দাউ দাউ করে। শুকনা পাতার আগুন বাতাসের ছোঁয়ায় দ্রুত বাগানের ভিতর ছড়িয়ে পড়ছে।
এমন দৃশ্য দেখে মূল্যবান সেগুন গাছ বাঁচানোর তাগিদ থেকে মোবাইল ফোনে ঘটনা জানানো হয় কাউখালী রেঞ্জ (ইছামতি) অফিসার রেজাউল করিম ও গোদারপাড়া বন চেকপোস্টের এক কর্মকর্তাকে। দু’জনেই কোথায় আগুন জ্বলছে খবর নিয়ে দেখবেন বলে জানান।
তারা পরে জানান, আগুন লাগার স্থানটি টিএণ্ডটি বিভাগের ইজারা দেয়া জায়গায়। বাগানের আগুন নিভানোর কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে কি না জানতে চাইলে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আজাদীর রাউজান প্রতিনিধি মীর আসলামের ধারণ করা বেতবুনিয়ায় সেগুন বাগানে আগুনের ভিডিওটি দেখতে ক্লিক করুন: https://www.facebook.com/DainikAzadi/videos/825002115081604