পাওয়ার প্লেতে দুটি ওভার করে মোটেও সুবিধা করতে পারলেন না সাকিব আল হাসান। এলোমেলো বোলিং করে ব্যাঙ্গালুরুর ব্যাটসম্যানদের রান উৎসবে মাতালেন। গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দলটি পেয়েছে লড়াইয়ের পুঁজি। চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচে ২ ওভারে ২৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন সাকিব। আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তিনি ৪ ওভারে ২৩ রান দিয়ে পেয়েছিলেন ১ উইকেট। গতকাল বাকি দুই ওভার করানোর সাহস পাননি সাকিবের অধিনায়ক।
চতুর্থ ওভারে আক্রমণে আসেন সাকিব। প্রথম বলে চার মেরে তাকে স্বাগত জানান ম্যাক্সওয়েল। পরের দুটি বল ছিল ডট। শেষ তিন বলে হয় তিনটি সিঙ্গেল। ষষ্ঠ ওভারে নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে প্রথম বলে সাকিবকে ছক্কা মারেন ম্যাক্সওয়েল। সেই ওভারে একটিও ডট খেলাতে পারেননি বাঁহাতি স্পিনার। এক ছক্কা ও দুই চারের পাশে তিনটি সিঙ্গেল। ১৭ রান দেওয়ার পর তাকে আর বোলিংয়ে আনেননি অধিনায়ক ওয়েন মর্গ্যান।