বেঙ্গালুরুতে হোটেল সমস্যায় বাংলাদেশ দল, মাঠের অনুশীলন শুরু

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৯ জুন, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বেঙ্গালুরুতে পৌঁছানোর পরের দিনই হোটেল নিয়ে ঝামেলায় পড়েছে বাংলাদেশ ফুটবল দল। তাই হোটেল বদল করল বাংলাদেশ ফুটবলাররা। আগের হোটেলে রুমের আকার ছোট ও খাবারের সমস্যায় থাকা বেশ ঝামেলায় পড়েছিলেন জামাল ভূঁইয়ারা। এদিকে ভ্রমণক্লান্তিতে বেশ কয়েকজন ফুটবলারের জ্বর হয়েছে বলেও জানিয়েছে টিম কর্তৃপক্ষ। যে হোটেলে বাংলাদেশ দল প্রথমে উঠেছিল তা সুবিধার নয়। হোটেলের খাওয়া দাওয়া আর পরিবেশও প্রত্যাশিত মানের ছিল না। ফলে বাধ্য হয়ে নতুন হোটেলে উঠেছে দল। কম্বোডিয়া থেকে ম্যাচের পরদিনই খেলোয়াড়রা রওনা দিয়েছিল বেঙ্গালুরুর উদ্দেশ্যে। কম্বোডিয়া থেকে থাইল্যান্ড এরপর ভারত। লম্বা ভ্রমণে সোহেল রানার (সিনিয়র) কিছুটা জ্বর এসেছে। আরও দুয়েকজনও একটু ক্লান্ত।

বেঙ্গালুরু বিমানবন্দরে খানিকটা ভোগান্তিতে পড়েছিলেন জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরা। বাংলাদেশি ফুটবলার, কোচিং স্টাফ ও কর্মকর্তারা ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছিল। বিদেশি কোচিং স্টাফরা গেছে ইভিসা নিয়ে। কোচিং স্টাফদের ভিসা ইস্যুতে বিমানবন্দরে তাই একটু অতিরিক্ত সময় লেগেছে। এদিকে গত শনিবার ফুটবলাররা হোটেলে রিকভারি সেশন করেছে। গতকাল রোববার বিকেলে মাঠের অনুশীলনে নেমে পড়ে জামালতপুরা। বেঙ্গালুরুতে মূল স্টেডিয়ামের পাশেই একটি মাঠ রয়েছে। আর সেখানেই অনুশীলন করেছে বাংলাদেশ দল। প্রথম দিনে নিজেদের গা গরম করে নিয়েছে। চেষ্টা করছে আবহাওয়ার সাথে মানিয়ে নিতে। আজ থেকে পুরোদমে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। আজ এবং আগামীকাল এবং পরশু এই তিনদিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। কারণ আগামী ২১ জুন বেঙ্গালুরুতে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ২২ জুন লেবাননের বিপক্ষে। বিগ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান।

পূর্ববর্তী নিবন্ধএই জয়টাকে বিশেষ কিছু মনে করছেন হাথুরু
পরবর্তী নিবন্ধরশিদ-মুজিবদের নিয়ে আফগানদের ওয়ানডে দল