বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম কারাগারে

শিক্ষার্থী হত্যা মামলা

| বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৭:৪১ পূর্বাহ্ণ

নোয়াখালী২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বেসরকারি টেলিভিশন আরটিভি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৈষমবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডিতে শিক্ষার্থী শামীম হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

গতকাল বুধবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মঙ্গলবার রাতে গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। খবর বাসসের।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট বিকেল ৫টায় রাজধানীর ধানমন্ডি এলাকায় ছাত্রজনতার সঙ্গে মিছিলে অংশ নেন শিক্ষার্থী শামীম (১৩)। মিছিলটি কলাবাগান এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অতর্কিত আক্রমণে আহত হন শামীম। এরপর তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে পরের দিন ৬ আগস্ট ডাক্তার মৃত ঘোষণা করে। এ ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় গত ৩ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৮ জনের নামে হত্যা মামলা দায়ের করেন নিহতের মা জাহানারা বেগম।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ও ১৩ ঘর ক্ষতিগ্রস্ত