বেগম খালেদা জিয়ার সাথে কোনো নেত্রীর তুলনা হয় না : গিয়াস কাদের

রাউজান প্রতিনিধি | শনিবার , ১৭ জানুয়ারি, ২০২৬ at ৭:৪২ পূর্বাহ্ণ

রাউজানের কদলপুর ইউনিয়নের হামিদিয়া মাদরাসা মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদস্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কোনো নেতানেত্রীর তুলনা হয় না। বেগম খালেদা জিয়ার মত মানবিক গুণাবলি সম্পন্ন ও অপোষহীন নেতানেত্রীর শূন্যস্থান পূরণ হওয়ার মত নয়। তিনি গত মঙ্গলবার স্থানীয় বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হাসেম। বিএনপি নেতা আবদুস ছবুরের সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, ফিরোজ আহমদ, সাবেক চেয়ারম্যান কাজী আবুল বশর, ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, ফরহাদ উদ্দিন চৌধুরী, হাবিুল্লাহ মাস্টার, আনিছুজ্জামান সোহেল,আজম খান চৌধুরী,কাজী গিয়াস উদ্দিন,জাহাঙ্গীর আলম, সাবের সুলতান কাজল,মাসুদুল আলম, নজরুল ইসলাম, সৈয়দ তৌহিদুল ইসলাম, রাসেল খান, আবদুল মান্নান মনি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআলমগীর খানকায় দাওয়াতে খায়র ইজতেমা শুরু
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডারে থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক সেমিনার