বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল চৌধুরীর সহধর্মিণী বেগম কামরুন্নেছা গতকাল (শুক্রবার) দুপুরে রাজধানীর গ্রীন লাইফ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্বামী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। গত রাত দশটায় সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়নের ধর্মপুর গ্রামের নিজ বাড়ীতে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। কৃষকলীগ নেতা মোস্তফা কামাল চৌধুরীর সহধর্মিণীর মৃত্যুতে কেন্দ্রীয় কৃষকলীগ গভীর শোক জানিয়েছে। কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি
কৃষিবিদ সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমার আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।