বেকারত্ব দূরীকরণে দক্ষতাভিত্তিক পড়ালেখার প্রতি জোর দিতে হবে

শাহ এমদাদীয়ার বর্ধিত সভায় সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী

| মঙ্গলবার , ১৪ অক্টোবর, ২০২৫ at ৫:১০ পূর্বাহ্ণ

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সহসভাপতি ও নায়েব সাজ্জাদানশীন এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) এর ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেছেন, ধর্মের মূল অর্থ হলো নিজের মধ্যে মানবিক গুণাবলি অর্জন করা, যা যুগে যুগে মাইজভাণ্ডারী তরিকার ভ্রাতৃত্ব ও সহনশীলতার শিক্ষা প্রদানের মাধ্যমে পরিস্ফুট হয়েছে। মানুষের ভেতরের এবং বাইরের আচরণের মধ্যে ঐক্য থাকা অপরিহার্য, অর্থাৎ মানুষ হতে হলে ভিতরে ও বাইরে এক হতে হবে। এই মানবিক ও নৈতিক ভিত্তিই একটি উন্নত সমাজ গঠনের চাবিকাঠি। বেকারত্ব দূরীকরণে দক্ষতাভিত্তিক পড়ালেখার প্রতি জোর দিতে হবে। গতকাল সোমবার ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবারে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) এর প্রথম বর্ধিত সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সভাপতি ও মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর সভাপতিত্বে ও সচিব শেখ মুহাম্মদ আলমগীরের পরিচালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সংসদের যুগ্মসচিব মুহাম্মদ মেজবাউল আলম ভূঁইয়া, দারুত তায়ালীমের প্রধান শিক্ষক মওলানা জয়নাল আবেদীন ছিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এনামুল হক বাবুল, দপ্তর ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ আহসানুল হক বাদল, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দীন এনায়েত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ সেলিম আহমদ খান ও আইন বিষয়ক সম্পাদক এস এম রফিকুল ইসলাম। শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি শৃংখলা, কল্যাণ ও মুক্তি কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আখেরী মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট ও বিআইএমের সমঝোতা স্মারক স্বাক্ষর
পরবর্তী নিবন্ধউন্নত রোড ইঞ্জিনিয়ারিং ও সচেতনতা কমাতে পারে সড়কে মৃত্যুর হার