নির্দিষ্ট সময় পর্যন্ত কর্মের সন্ধান করে ব্যর্থ হয়ে পড়ে থাকাই বেকারত্ব। এটা সমাজকে তার ধারায় চলতে বাধাগ্রস্ত করে, তবে জীবন কখনো থেমে থাকে না। বেকার লোক যখন কোন কাজ খুঁজে না পায় তখন তাদের মধ্যে অনেকেই এমন কিছু কাজ করে যা সমাজের অবক্ষয় বয়ে আনে, এর জন্য দায়ী কে? কাজ জানে এরকম লোক বেকার আছে খুঁজে পাওয়া যায় খুবই কম। তাই নিজেকে দক্ষ করা উচিত, কর্ম মানুষের জীবনের মান পরিবর্তন করে দেয়, জীবনকে উপভোগ করতে দেয়, তাই আসুন শিক্ষিত হওয়ার পাশাপাশি কাজও শিখি ছাত্র জীবন থেকে। দেখবেন চাকরির পিছনে আপনি নয়, আপনার পেছনে চাকরি ঘুরবে। পৃথিবীর কোন সমস্যাই সমস্যা নয়, সব কিছুরই সমাধান রয়েছে। আমাদের সবার বিন্দু বিন্দু সচেতনতাই একদিন বাংলাদেশকে আত্মনির্ভরশীল ও উন্নত দেশে পরিণত করবে।
আব্দুল মালেক মো.ইকরাম,
উত্তর পতেঙ্গা -৪২২২. চট্টগ্রাম।