‘বেআই কেমন আছেন’ বলে জড়িয়ে ধরে বাঁশখালীতে ২০ হাজার টাকা ছিনতাই

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১৪ মার্চ, ২০২৪ at ৬:৪০ অপরাহ্ণ

বাঁশখালীতে দিন-দুপুরে রফিক আহমদ নামে এক বয়স্ক লোকের ২০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে গুনাগরী আধুনিক হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী রফিক আহমদ উপজেলা ৩নং খানখানাবাদ ইউপির ৪নং ওয়ার্ড ডোংরা এলাকার নাদেরুজ্জামানের ছেলে।

রফিক আহমদ আজাদীকে জানান, সকালে গুনাগরীস্থ ইসলামী ব্যাংকে বিদেশ থেকে আমার ছেলের পাটানো টাকা তুলে কামারের দোকানে গিয়ে একটি কৃষি সরঞ্জাম ক্রয় করে গুনাগরী খাসমহলস্থ বেসরকারি বাঁশখালী আধুনিক হাসপাতালের নিচে আসলে হঠাৎ অচেনা একলোক আমাকে বেআই বলে জড়িয়ে ধরে।

জড়িয়ে ধরা অবস্থায় সে আমার পকেটে হাত দিয়ে পকেটে থাকা ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। অথচ আমি তাকে চিনিও না।

পরে খবর পেয়ে রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নুরুল হকসহ একটি পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ার জলদস্যু স্টাইলে সন্দ্বীপের যাত্রীবাহী ট্রলারে ডাকাতি
পরবর্তী নিবন্ধপ্রতারণা করে স্ত্রীকে দুবাই শহরে পাচার, স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা