করোনার মহামারি চলছে এখন বিশ্বে। কেউ আসলে প্রকৃত পক্ষে ভাল নেই। করোনা কখন, কাকে ধরাশায়ী করে চিরনিদ্রায় শায়িত করে অবোধ মানুষজাতি এখনো বুঝে উঠতে পারে না। করছে অবিচার, ধর্ষণ ইচ্ছেমতো ক্ষমতা ব্যবিচারি প্রয়োগ। সামনের দিনগুলো আরো ভয়াবহ হবে যদিও আমরা অনেকটাই চিরায়ত নিয়মে স্বাভাবিক হয়ে গেছি। চলছি সেই আগের মতই। তবে মনে রাখতে হবে এটি এখন বেঁচে থাকার লড়াই। করোনা আমাদের সেই শিক্ষা দিচ্ছে। মানুষ মানুষের জন্য এখন চরম বিপর্যয় ডেকে আনছে। দূরত্বে চলা,সারাক্ষণ মাস্ক পরে নিজেকে আড়াল করে চলতে হবে সামনের দিনগুলোতে। চিন্তা করুন আমরা মানবজাতি কতটা অনিয়ম, অহংকার আর ক্ষমতায় নিজকে সমর্পণ করেছি। অথচ একটি অদৃশ্য জীবাণু করোনা ভাইরাস আমাদের সেই অহংকারকে ধুলোয় মেশালো। এখন প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করেই মানুষকে বাঁচতে হবে। আমাদের কাছের মানুষগুলো স্পর্শের বাইরে থাকবে করোনার ছোবল থেকে বাঁচতে। এর চেয়ে বড় কষ্ট আর কী হতে পারে? এ যেন বিধাতার জুলুমের নগরে জীবন্ত আগুনে পোড়ার মতো শাস্তি। যার শুরু হয়েছে আর শেষ কোথায় জানা নাই। লড়াইটা এখন একান্ত নিজের, জীবন রক্ষার। ভালো থাকার আর ভালো রাখার। তাই বলি, “মানুষ তুমি নিজেরে ভালোবাসো/ সৎ কর্মে সৃষ্টির কল্যাণে আসো।”