বৃহত্তর চট্টগ্রাম কাস্টমস এজেন্টস ফোরামের এক মতবিনিময় সভা গত সোমবার বিকাল ৫টায় সংগঠনের আগ্রাবাদস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ফোরামের আহবায়ক হাসান মানিকের সভাপতিত্বে ও সদস্য সচিব ইসমাইল খানের উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিরাজুল মনোয়ার, শওকত আলী, গোলাম ফারুক ডলার, নুর মোহাম্মদ, শিহাব চৌধুরী বিপ্লব, নুরুল আবছার, এহসানুল আজিম লিটন, মহিউদ্দিন মঞ্জু, আবু তাহের, এম.এ কাশেম, শংকর সেন।
সভায় বক্তারা এই ধরনের ফোরাম গঠনের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে ফোরামের সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন ফোরামের যুগ্ম আহবায়ক মোর্শেদ আলী, রোকন উদ্দিন মাহমুদ, ফোরামের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, সাধন কান্তি বড়ুয়া, সজল কান্তি চৌধুরী, সাইফুল ইসলাম, আযম হায়দার, আহমেদ শহীদ উদ্দিন, জাহাঙ্গীর আলম টিপু, তাজুল ইসলাম, নুরুল আলম, শিবু রঞ্জন দে, শফিউল আযম খান প্রমুখ।
মতবিনিময় সভায় আগামী ফেব্রুয়ারি মাসে ফোরামের আত্ম–প্রকাশের ব্যাপারে সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।