ঝমঝমিয়ে ঝরে যাওয়া
এক আষাঢ়ী দিন
মন উঠোনে বাজায় কে
হাহাকারী বীণ?
বৃষ্টি ঝরে আকাশ থেকে
বৃষ্টি ভীষণ সুন্দর
বৃষ্টি শেষে মেঘ শূন্য
ধূসর আকাশ বন্দর।
মাটির টানে বৃষ্টি পড়ে
চুম্বনে যায় বেলা
দেখে দেখে দুচোখ জুড়ায়
বৃষ্টি মাটির খেলা।
জীবন জুড়ে বৃষ্টি পড়ে
যায় না চোখে দেখা
এই বৃষ্টি কি চাটতে পারে
দুঃখের সীমারেখা।
ঘন মেঘের দেশ পেরিয়ে
পড়ে পাহাড় বেয়ে
বৃষ্টি শেষে পাহাড় সাজে
সদ্য কিশোরী মেয়ে।
দুচোখ বেয়ে পড়লে বৃষ্টি
হয় যে দুঃখের নদী
সেই নদীতে নাও বেয়ে
যায় নীরবে নিরবধি।
বৃষ্টি শেষে মোড় পাল্টায়
দুঃখ নদীর বাঁক
তবু ও কারো অপেক্ষাতে
আছে এক দাঁড়কাক ।