বৃষ্টি শুরু হওয়ায় বাড়ি ফিরছিলেন, বজ্রপাতে দুই গরুসহ বৃদ্ধের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:২৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় বজ্রপাতে মোহাম্মদ মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শিলক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মিনা গাজিটিলা মধ্যম পাড়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে। এ সময় হালিমা বেগম (৫৫) নামে এক নারীও আহত হন। গতকাল শুক্রবার বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় মোবারক আলী জানান, গতকাল দুপুরে মোহাম্মদ মিয়া তার দুইটি গরু নিয়ে বাড়ির অদূরে গোচারণভূমিতে চড়াতে যান। বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি গরু নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি ও সাথে থাকা ২টি গরু মারা যায়।

শিলক পুলিশ ফাঁড়ির এসআই বাসু দেব বলেন, তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক মোহাম্মদ মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্য আহত মহিলাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে
পরবর্তী নিবন্ধকক্সবাজারের পর্যটনে বেড়েছে বিশৃঙ্খলা