বৃষ্টি বিলাস

সৈয়দ মোহাম্মদ তারেক | বৃহস্পতিবার , ৩০ মে, ২০২৪ at ৭:১৫ পূর্বাহ্ণ

কর্দমাক্ত রাস্তা হেঁটে,

ছুটছি পিছে দেখো।

দূরত্বটা হোক না যতই

মনে কিন্তু রেখো।

এই যে আমি ডাকছি তোমায়,

কথা আমার শোনো।

শুনছ নাকি? কাছে এসো

ভয় করো না কোনো।

পাগল নাকি, হাসছ কেন?

দুত্তরিকা ছাই

ওমা,ওমা, করছো একী;

দেখছে তো সবাই!

পূর্ববর্তী নিবন্ধশান্তা দেবী : ঔপন্যাসিক ও শিশুসাহিত্যিক
পরবর্তী নিবন্ধনিগূঢ় স্পন্দনে