তুমি যদি থাকতে ঘরে
দেখতে পেতে কেমন করে
বৃষ্টি পড়ে, বৃষ্টি ঝরে।
ঘাসের ডগায় জলের ফোঁটা
কেমন ভারী ফুলের বোঁটা
দু’আঙুলে ধরতে ওটা।
দেখতে তুমি মেঘের ওড়া
রাজার বাড়ির কালো ঘোড়া
ছুটছে কেমন হাজার জোড়া।
দেখতে চাঁদের ছোটাছুটি
মেঘের গায়ে তারার বুটি
হাজারটা নয়, এক বা দু’ টি।
হাজার কোটি তারার গায়ে
কালো ঘোড়ার খুড়ের ঘায়ে
জমছিল কি মেঘের ধুলো
পড়লো ঢাকা তারাগুলো!
তুমি যদি থাকতে ঘরে
হাত বাড়িয়ে বৃষ্টি ধরে
দেখতে কেমন দৃষ্টি ভরে