বৃষ্টি অঝোর বাঁধ মানে না

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ৩১ জুলাই, ২০২৪ at ১১:২০ পূর্বাহ্ণ

বৃষ্টি বাজায় টিনের চালে বাদ্য

জাগে সজীব খুশির পতিপাদ্য।

বৃষ্টি খুশির কদম কেয়ার ছন্দ

চুপসে ভিজে খুকীর কী আনন্দ!

বৃষ্টি পড়ে খোকার রঙিন ছাতায়

ঝুপ ঝুপ ঝুপ বুড়ো বটের মাথায়।

বৃষ্টি মেঘের আঁচল কালো ছায়ায়

টাপুর টুপুর জড়ায় সুরের মায়ায়।

বৃষ্টি সুখের রিম ঝিম ঝিম সৃষ্টি

বর্ষা রঙিন ঋতুর শোভা কৃষ্টি।

বৃষ্টি দিনে সূর্য আঁকা থাক ওটা

ভিজে নীরব পারাপারের সাঁকোটা।

বৃষ্টি অঝোর বাঁধ মানে না কিছুরই

মা রাঁধছেন প্রিয় মজার খিচুড়ি।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টি ও বনায়ন
পরবর্তী নিবন্ধভুলে যখন দারুণ সব আবিষ্কার