কানপুর টেস্টের প্রথম দিনে মাঠের লড়াইয়ের চাইতে বৃষ্টির সাথে লড়াইটা বেশি হয়েছে। ম্যাচের প্রথম দিনে যেখানে ৯০ ওভার খেলা হওয়ার কথা সেখানে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। আর তাতেই বৃষ্টির ফাঁকে ফাঁকে উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথম দিনের খেলা শেষে ভারতের বিপক্ষে ৩ উইকেটে ১০৭ রান সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশ। বৃষ্টির পাশাপাশি আলোকস্বল্পতার কারণে দিনের বেশিরভাগ সময় খেলা হতে পারেনি। দিনের শুরু থেকেই চলছিল বৃষ্টির হানা। বৃষ্টি ও ভেজা মাঠের কারণে সকালে খেলা শুরু হতে দেরি হয় আধঘণ্টা। চেন্নাই টেস্টের দল থেকে দুটি পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার বদলে জায়গা পান পেসার সৈয়দ খালেদ আহমেদ ও স্পিনার তাইজুল ইসলাম। টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের দুই ওপেনারকে ফেরান আকাশ দিপ। উদ্বোধনী জুটি ভাঙে ২৪ রানে। ২৪ বল খেলে কোনো রান না করে আউট হন জাকির হাসান। জসওয়ালের হাতে ক্যাচ দেন জাকির। বাংলাদেশের টপ অর্ডারে টেস্টে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়লেন জাকির হাসান।
দেড় বছর পর তিন নম্বরে ব্যাট করতে নামেন মোমিনুল হক। কিন্তু সাদমান ইসলাম পারেননি তাকে সঙ্গ দিতে। মাত্র ৩ রান স্থায়ী ছিলেন দুজন। আকাশ দিপের দ্বিতীয় শিকার হয়ে ফিরেন আরেক ওপেনার সাদমান ইসলাম। ৩৬ বলে ৪টি চারের সাহায্যে ২৪ রান করা সাদমান ফিরেন এলবিডব্লিউ হয়ে। তৃতীয় উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে দারুণ জুটি গড়ার দিকে এগুচ্ছিলেন মোমিনুল হক। কিন্তু পঞ্চাশ পার হওয়ার পর আর জুটিটাকে বড় করতে পারলেন না দুজন। চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮০ রানের ইনিংস খেলা শান্ত ফিরেন ৫৭ বলে ৩১ রান করে। ভারতের অভিজ্ঞ স্পিনার রবি চন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন টাইগার অধিনায়ক। ৫১ রানের জুটি গড়েন এ দুজন। এরপর লড়াই করে গেছেন মোমিনুল হক। কিন্তু বৃষ্টির সাথে পেরে উঠেননি। পরে আবার বৃষ্টির নামায় দুপুরেই শেষ করে দেওয়া হয় দিনের খেলা। মুশফিকের সাথে ২৭ রানের জুটি গড়ে দিনের খেলা শেষ করেন মোমিনুল। ৮১ বলে ৭টি চারের সাহায্যে ৪০ রানে অপরাজিত আছেন মোমিনুল হক। আর মুশফিকুর রহিম অপরাজিত আছেন ৭ রান করে। ভারতের পক্ষে ৩৪ রানে ২টি উইকেট নিয়েছেন আকাশ দিপ। রবি চন্দ্রন অশ্বিনের একটি শিকার ২২ রানে। স্বাগতিক ভারত আগের টেস্টের একাদশ অপরিবর্তিত রেখেছে।