বৃষ্টির আড়ালে বৃষ্টি
খাতা–কলম খুলে বসে আছি
বাদল বিছানায়
যেরকম কবি–অকবি বাঙালি।
ঝনঝন বৃষ্টিররূপা
দেয় ছুঁড়ে জানালায় চুম্বন,
প্রথম কদম ফুল।
ওরে পলাতকা, আসিনি ব্যর্থ হতে প্রেমে
রবীন্দ্রনাথ নজরুলের মতন।
ডা. প্রণব কুমার চৌধুরী | বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১১:৩১ পূর্বাহ্ণ