বৃষ্টি ভেজা দিনে,
শুধু তোমার কথা মনে পড়ে
একসাথে ভিজবো বলে।
হাত বাড়িয়েছি মেঘের পানে।
যতটা ভেজাবে ততটা ভিজবো
তাকাবো না পিছন পানে।
আজ সময়টুকু তোমার জন্য
মেঘ থেকে বৃষ্টিকে ধার নিয়েছি,
তুমি আমি একসাথে ভিজবো বলে।
তুমি যদি নাই আসো
বাড়ি ফিরব না আজ।
বৃষ্টিতে ভেজাবো এই আমিকে,
শুধু তোমার কথা মনে করে
ভেজাবো হৃদয় ভেজাবো মনটাকে।