দি চিটাগাং ট্রাস্ট–বাংলাদেশ (সিটিবি) আয়োজিত বিশ্ব বাবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল রোববার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সংগঠনের চেয়ারম্যান অরুণ কান্তি মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্ধোধক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা আবু সুফিয়ান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.সুকান্ত ভট্টাচার্য। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ। অতিথি ছিলেন ব্যাংকার শম্ভু দাশ, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, অধ্যাপক প্রদীপ দাশ, নারাযন চন্দ্র মজুমদার, কাজী মোহাম্মদ গোফরান চৌধুরী, শহীদুল ইসলাম সালাম, হাজী মো. সেলিম রহমান, অ্যাডভোকেট মুসলিমা ইসলাম রুনা, মমতাজ বেগম, এস. প্রকাশ পাল প্রমুখ। বক্তব্য রাখেন তারানাথ চক্রবর্তী, প্রবাল দে, রাজীব দে শম্ভু। অনুষ্ঠান সঞ্চালনা করেন তারানাথ চক্রবর্তী ও প্রধান শিক্ষিকা মিশু ভট্টাচার্য। প্রধান অতিথি বলেন, বাবা মানে জীবনের সব সুখ, আনন্দ, বিলাস ত্যাগ করা এক মানুষ। তিনি বলেন,বৃদ্ধাশ্রমে কোনো বাবা মায়ের স্থান হোক সেটা কখনো কাম্য নয়। প্রেস বিজ্ঞপ্তি।