বৃক্ষের যতন

মেহেরুন নেসা রশিদ | শনিবার , ১ জুন, ২০২৪ at ৭:০৩ পূর্বাহ্ণ

পাখিরা আসে না আগের মতই

গায়না বৃক্ষে গান,

আগের মতই ওড়ে না এখন

নেই সেই কলতান।

কুড়ে কুড়ে খায় বিষণ্নতা

স্বপ্নরা গেছে হারিয়ে,

কেউ তো আসে না আগের মতই

এ পথ সে পথ মাড়িয়ে।

বেদনা লুকায় সুখের আরতে

স্বপ্ন বুনন হয় না,

ব্যথার পাহাড় বিরান ভুমি

জোনাকিরাও আজ আসে না।

তবু বুকে আশা বেঁধেছে প্রাণীরা

বুনে যায় তার ঘর,

ভাল থাকে যেন সবাই ভুবনে

হয়ে আত্মনির্ভর।

সময় তো চলে জীবনের ধাপে

আসে পরিবর্তন,

পরিবেশ বাঁচাতে মানুষেরা করো

বৃক্ষের সযতন।

পূর্ববর্তী নিবন্ধতফাজ্জল হোসেন মানিক মিয়া : নির্ভীক সাংবাদিকতার পথিকৃৎ
পরবর্তী নিবন্ধশিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে