বু বু ওয়ার্ল্ডে গতকাল শনিবার মাতা-পিতাহীন হারিয়ে যাওয়া শিশুদের পুনর্বাসন নিয়ে কাজ করা সংগঠন ‘উপলদ্ধির’ শিশুদের সমস্ত আয়োজন উপভোগের সুযোগ দেওয়া হয়। অন্যরকম এই আয়োজন করা হয়েছিলো সিএমপির অতিরিক্ত কমিশনার (অর্থ ও প্রশাসন) আমেনা বেগমের অনুপ্রেরণায় এবং বু বু ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী এবং সিপিডিএলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেনের পৃষ্ঠপোষকতায়। আয়োজনে উপস্থিত থেকে সবাইকে উৎসাহিত করেন সিএমপির ডিসি ট্রাফিক (দক্ষিণ) মোহাম্মদ শহীদুল্লাহ, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এবং চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন। প্রাণময় এই শিশুরা মানবিক এই আয়োজনে বু বু ওয়ার্ল্ডে কাটায় একটি স্মরণীয় দিন, উপভোগ করে প্রতিটি রঙ, প্রতিটি আনন্দের সর্বোচ্চ মাত্রা, সবাই মিলে একসাথে অংশ নেয় মধ্যাহ্নভোজে।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম বলেন, আশা করি এই শিশুরা সকল বাঁধা ঠেলে সমাজের অন্য শিশুদের মতো মূল স্রোতে ফিরে দেশের নানা প্রয়োজনে অবদান রাখবে। বু বু ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিশুদের মনোবিকাশ এবং দুরন্তপনার সঠিক সমন্বয়ে বু বু ওয়ার্ল্ডের সেবা প্রসারের ঘোষণা দেন। প্রেস বিজ্ঞপ্তি।