২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠলো গতকাল। দক্ষিণ কোরিয়ার বুসান সিনেমা সেন্টারের আউটডোর থিয়েটারে শুরু হয়েছে আয়োজন। এবারের উৎসবে স্থান পেয়েছে বাংলাদেশের ৩ সিনেমা। এগুলো হলো–মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ এবং বিপ্লব সরকারের ‘আগন্তুক’। এছাড়া এশিয়ান প্রজেক্ট মার্কেটে স্থান পেয়েছে রবিউল আলম রবির ‘সুরাইয়া’। বুসানে ৩ কিংবা ততোধিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করা এশিয়ার প্রতিষ্ঠিত নির্মাতাদের প্রতিযোগিতা বিভাগ জিসোক।
এতে নির্বাচিত হয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। আগামী ৮ই অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে বুসান সিনেমা সেন্টার সিনেমাথিকের উদ্বোধনী প্রদর্শনী হবে। ৯ অক্টোবর সকাল ৯টায় লটি সিনেমা সেন্টাম সিটি ফোরে এবং ১১ অক্টোবর রাত ৯টায় লটি সিনেমা সেন্টাম সিটি টেন থিয়েটারে আরও দুইবার ফারুকীর ছবিটি দেখানো হবে। ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’তে প্রথমবারের মতো অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।
পর্দায় থাকছেন তার বাস্তবের সহধর্মিণী নুসরাত ইমরোজ তিশা। তারা একসঙ্গে মিলে চিত্রনাট্যটি লিখেছেন। জিসোক বিভাগে এবার নির্বাচিত হয়েছে ১০টি চলচ্চিত্র। এরমধ্যে দু’টি ছবিকে সেরা পুরস্কার দেয়া হবে। এটি বুসান উৎসবের প্রয়াত প্রোগ্রাম ডিরেক্টর কিম জিসোক স্মরণে প্রদান করা হয় এই স্বীকৃতি, যিনি এশিয়ান চলচ্চিত্রকে সহায়তার জন্য নিবেদিত ছিলেন। বুসানে ওয়ার্ল্ড প্রিমিয়ার ও উৎসবের সমাপনী অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রণ পেয়েছেন ফারুকী–তিশা দম্পতি, চরকির সিইও রেদওয়ান রনি এবং মিডিয়াস্টার–এর হেড অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন জারায়েফ আয়াত হোসেন।