বুলবুল নৃত্য উৎসব উদ্বোধন

| রবিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:৩৪ পূর্বাহ্ণ

এশিয়া ও ইউরোপ মহাদেশের মুকুটহীন নৃত্য সম্রাট বুলবুল চৌধুরী আজ অবহেলিত। আমাদের প্রজন্মরা বুলবুলকে চিনে না। প্রজন্মরা জানেনা যে বুলবুল চৌধুরী দেশের প্রথম নৃত্য গুরু। ১৯৫৪ সালে কলিকাতায় বুলবুল চৌধুরী ইন্তেকাল হওয়ার পর থেকে এখানে বুলবুলকে নিয়ে তৃণমূলে কোন কাজ হয়নি। বুলবুল চৌধুরীর নৃত্য কর্মগুলি সংগ্রহ পূর্বক সংরক্ষণ অত্যন্ত জরুরী। বিষয়গুলিকে বাস্তবায়নের জন্য বুলবুল একাডেমী প্রতিষ্ঠা করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় বাহির সিগন্যাল বুলবুল একাডেমী নৃত্যগুরু বুলবুল স্মরণে নৃত্য উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বুলবুল একাডেমীর পরিচালক প্রত্যাশা বড়ুয়া একথা বলেন। মাসব্যাপী নৃত্য উৎসবের উদ্বোধন করেন মোহাম্মদ হোসেন মধু। সাবরিনা আফরোজের সভাপতিত্বে অরুণ বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন সুজিত দাশ অপু, কয়ার বন্ধু সুজিত চৌধুরী মিন্টু, লিলি প্রভা দে, ঝর্ণা দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনার্স চরিত্রে মিথিলাই নির্মাতার একমাত্র পছন্দ!
পরবর্তী নিবন্ধশোভনীয়া ক্লাব আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চন্দনাইশ একাডেমির জয়