ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা তিনি। ছয় বছরের ক্যারিয়ারে এরইমধ্যে উপহার দিয়েছেন ডজনের বেশি সিনেমা। চরিত্রের কারণে বিভিন্ন সময় বিভিন্ন রূপে হাজির হতে হয়েছে এই অভিনেত্রীকে। তবে এবার ভিন্নরকম এক চ্যালেঞ্জিং অভিযান সম্পন্ন করেছেন বুবলী।
বান্দরবানের একটি পাহাড়ের চূড়ায় উঠেছেন এই নায়িকা। গত রবি ও সোমবার দুই দিনের প্রস্তুতি ও চেষ্টায় ওই উঁচু পাহাড়ের চূড়ায় ওঠেন তিনি।গতকাল সোমবার ঢাকা পোস্টকে বুবলী জানান, আকিজ গ্রুপের একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের অংশ হিসেবেই ওই পাহাড়ের চূড়ায় উঠেছেন তিনি। এখানে একজন ‘পর্বতারোহী’র ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
নানান প্রতিকূলতা ছাপিয়ে যিনি উঠেছেন পাহাড়ের চূড়ায়। বুবলী বলেন, অল্প সময়ের ক্যারিয়ারে অনেক কাজই করেছি। তবে এই কাজটির কথা আমার দীর্ঘদিন মনে থাকবে। অনেক আয়োজনে বিজ্ঞাপনচিত্রটি করা হচ্ছে। সব মিলিয়ে ১০০ জনের বেশি মানুষ এখানে এসেছেন। এর পেছনে কাজ করছেন। পাহাড়ের চূড়ায় ওঠা ছিল আমার জন্য অনেক চ্যালেঞ্জিং।
শেষ পর্যন্ত কাজটি করতে পেরে খুব ভালো লাগছে।