বুনোদল

শিউলী নাথ | বৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৩১ পূর্বাহ্ণ

কে ওরা ঢুকেছে বুনোদল?

আমাদের মাঝে ধ্বনিছে ভাঙনের খেলা,

রবীন্দ্র নজরুল মুখ্যতো নয়

এ এক নয়া চাল চালা।

তুমি আর আমি, যুগ যুগ ধরে

সেই তো ছিলাম বেশ,

কে কোন জাত ভাবিনি কখনো!

আজ উস্কেছে ওরা দেশ!

বন্ধু করো না কখনো ভুল

থাকবে না ওরা পাশে,

বিপদে আপদে তুমি আর আমি

বাধা থাকি বারো মাসে।

পূর্ববর্তী নিবন্ধনিসর্গ সুর
পরবর্তী নিবন্ধস্বপ্নের মানুষ