করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। একই সঙ্গে আক্রান্ত হয়েছেন তার স্ত্রী মীরা ভট্টাচার্যও। এখন মীরা ভট্টাচার্য হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বুধবার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এই তথ্য জানায়। মঙ্গলবার রাতে বুদ্ধদেবের স্ত্রীর শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আর বুদ্ধদেব বাড়িতেই চিকিৎসাধীন। খবর বাংলানিউজের।