বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীনসহ শিক্ষকদের হেনস্থা এবং শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মানববন্ধনে সন্ত্রাসীদের গুলি বর্ষণের প্রতিবাদ ও জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম জেলা আহলে সুন্নাতের উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল মঙ্গলবার এ স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন – মাওলানা মোহাম্মদ ওয়াহেদ মুরাদ, মোহাম্মদ আলম রাজু, ডা. হাসমত আলী তাহেরী, সাইফুল ইসলাম লিটন, কামরুল হাসান শাকিল, মোহাম্মদ মোরশেদুল আলম প্রমূখ। উল্লেখ্য, আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রামের বিভিন্ন থানা/ উপজেলার উদ্যোগে পৃথকভাবে ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।