বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসায় সবকদান অনুষ্ঠান

| শনিবার , ২৭ জানুয়ারি, ২০২৪ at ৯:৩৪ পূর্বাহ্ণ

বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল (এমএ) মাদরাসার ২০২১২০২২ সেশনের কামিল ১ম পর্বের সবকদান অনুষ্ঠান অধ্যক্ষ আল্লামা সৈয়দ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে, ছাত্র প্রতিনিধি মুহাম্মদ তানভীর কুতুবীর সঞ্চলনায় গত বুধবার ১১ টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সুনান তিরমিযী শরীফের সবকদান করেন চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ আল্লামা শরিফ মুহাম্মদ সোলায়মান আলহাসানী এবং সুনান আবু দাউদ শরীফের সবকদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আল্লামা মুহাম্মদ জাফর উল্লাহ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপাধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ নূরুল আমিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শেখ ফয়জুল্লাহ আহমদ, আরবি প্রভাষক মাওলানা ফরিদুল হক চৌধুরী, আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ আবু তাহের ফারুকী, আরবি প্রভাষক মাওলানা সাঈদুল ইসলাম পাটোয়ারী, আরবি প্রভাষক মাওলানা শওকতুল ইসলাম, আরবি শিক্ষক মাওলানা মুহাম্মদ মাসউদ, আরবি শিক্ষক মাওলানা সৈয়দুল করীম তাহেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার নবীন বরণ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধমোহরা ওয়ার্ড আ. লীগের সভা