হাটহাজারীর বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ উপলক্ষে গত ৭ জানুয়ারি মাদ্রাসা মিলনায়তনে বই উৎসব পালন করা হয। অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন শেখ মোহাম্মদ ইউসুফ। মোহাম্মদ জয়নাল আবেদীনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোহাম্মদ পারভেজ মিয়ার নাতে রাসুল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনায় বই উৎসব অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন আল্লামা কাজী আ ন ম মঞ্জুর হায়দার সিদ্দিকী, অধ্যাপক ইলিয়াস মোহাম্মদ শোয়াইব, আল্লামা মোহাম্মদ শওকাতুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।