বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসায় বার্ষিক শিক্ষক সভা

| বুধবার , ২৫ ডিসেম্বর, ২০২৪ at ৭:৫৫ পূর্বাহ্ণ

হাটহাজারীস্থ বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসায় বার্ষিক কর্মপরিকল্পনা প্রনয়ন উপলক্ষে গত রবিবার দুপুর ১ টায় মাদরাসা মিলনায়তনে শিক্ষককর্মকর্তাকর্মচারীদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিনের সঞ্চালনায় শিক্ষার্থী মোহাম্মদ এমরান হোসাইনের কুরআন তেলাওয়াত ও নাতে রাসূল (🙂 পরিবেশনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা কাজী আ ন ম মনজুর হায়দার সিদ্দিকী, অধ্যাপক শেখ ফয়েজুল্লাহ আহমদ, অধ্যাপক মনজুরুল কাদের, মাওলানা ফরিদুল হক চৌধুরী, মাওলানা আবু তাহের ফারুকী, মাওলানা সাঈদুল ইসলাম পাটোয়ারী, মাওলানা শওকতুল ইসলাম, মাওলানা আবদুন নুর, রুহুল কাদের চৌধুরী, আবু হেনা মুহাম্মদ সৈয়দ নূর, পেয়ার মোহাম্মদ, মাসুদ পারভেজ, মিজানুর রহমান, মিসেস ছালেহা বেগম, মাওলানা রাশেদুল ইসলাম চৌধুরী, সানজিন মাহামুদ, মাওলানা মুহাম্মদ মাসউদ, মাওলানা মিসবাহ উদ্দিন, ক্বারী ফরিদুল হক, মাওলানা সৈয়দুল করিম তাহেরী, মাওলানা কামাল, নূরুল আজিম, আবদুর রসুল, আবদুর রহিম, কামাল উদ্দিন, দিলদার ফারুক, সৈয়দ ফোরকান উদ্দিন, নূর সোলাইমান প্রমুখ। সভায় সকলের মতামতের উপর ভিত্তি করে আগামী ২০২৫ সালের জন্য বার্ষিক কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়।

পরিশেষে, সভাপতি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহিদদের স্মৃতিচারণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। অত:পর মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাঁদাবাজ-সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে রাউজানে মানববন্ধন
পরবর্তী নিবন্ধরাষ্ট্র সংস্কারের জন্য কমপক্ষে ৩ বছর সময় দেয়া দরকার